দক্ষিণ সুনামগঞ্জে আনছার উদ্দিনের খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
করোনাভাইরাসের কারণে কর্মহীন, অসহায় দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন।
বোধবার (২০ মে) উপজেলার পাগলা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আনছার উদ্দিন।
পশ্চিম পাগলা ইউপি বিএনপির একাংশের সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ত্রান বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় আনছার উদ্দিন বলেন, দেশের এমন ক্রান্তিকালে বিএনপি ও সহযোগী সংগঠন অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। আমরা সর্বদা চেষ্টা করছি দুর্ভোগে পড়া মানুষের মুখে হাসি ফুটানোর। সবার উচিৎ এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির একাংশের সভাপতি আউয়াল উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি আঃ লতিফ, উপজেলা যুবদলের সভাপতি সুহেল মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা লাল মিয়া, ফয়াজ মিয়া, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন ইকবাল, জেলা স্বেচ্চাসেবক দলের সহ সভাপতি ফরমান উদ্দিন, জেলা যুবদলের সদস্য তুরন খান, পশ্চিম পাগলা ইউপি যুবদলের সভাপতি মাসুম আহমদ, যুবদল নেতা নেছার উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, যুবদল নেতা শাহিদ মিয়া, উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন কামরান, ইমরান আহমদ, সুমন, নাসির মিয়া, আফরোজ, আবু তাহের, জাবেদ প্রমুখ।