রাত ২:১০,   রবিবার,   ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আছাবুল হককে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার পাগলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ী আছাবুল হক উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও (মাদ্রাসাপাড়া) গ্রামের মছদ্দর আলীর ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ৮৪ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেনের দিকনির্দেশনায় দক্ষিণ সুনামগঞ্জ পুলিশ ফোর্স গোপনে অভিযান চালিয়ে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি আছাবুলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর মাদক ব্যবসায়ী আছাবুলকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, আছাবুল দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা চলমান রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।