রাত ৯:৩৪,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সভা


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগানে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলি-শিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই আলাউদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রভাষক নুর হোসেন।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রফিক খাঁন।
এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবলীগ সহ-সভাপতি জুবেল আহমদ , রাজা মিয়া, পশ্চিম পাগলা ইউপি সদস্য রঞ্জিত সুত্রধর, জয়কলস ইউপি সদস্য আশরাফ হোসেন, উপজেলা যুবলীগ নেতা বাবুল হোসেন ও দর্গাপাশা যুবলীগের যুগ্ম আহবায়ক রুবেল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রাধা কান্ত, মসদ আলী, উপজেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য মো. জামিউল ইসলাম তুরান, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদ মিয়া, ইউপি সদস্য মকবুল হোসেন, শ্রমিক নেতা বজলুর রহমান, থানার এসআই জয়নাল আবেদীন, মাহবুবুর রহমান চকদার, আনোয়ার হোসেন, এসআই রশিদ উদ্দিন, এসআই জহিরুল ইসলাম, এসআই মনিরুজ্জামান, এসআই দেবাশীষ, বাবুল হাওলাদার, এএসআই আব্দুস শহিদ, উত্তম কুমার কৈরী, সাইফুল ইসলাম, নৃপ্রেশ চন্দ্র দেব, রতন দেবনাথ, সমীরন দেব, ছাত্রলীগ নেতা ছাব্বির আহমদ, মিজানুর রহমান প্রমুখ।