দক্ষিণ সুনামগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মীর উপস্থিতিতে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে পশ্চিম পাগলা ইউনিয়নের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা নানা অসুবিধা ও অভিযোগ উল্লেখ করে তাদের দাবিসমূহ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত সবার দাবি ও অভিযোগ আমলে নিয়ে এ সময় তাদের দিকনির্দেশনা দেন জেবুন্নাহার শাম্মী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাকিম, পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক, ইউপি সদস্য আলী আহমদ, মকবুল হোসেন, আঞ্জব আলী, আব্দুল হান্নান, কবিন্দ্র দাস, রঞ্জিত সূত্রধর, শওকতুল ইসলাম, ক্ষিতীশ দেবনাথ, নুরুল হক প্রমুখ।
এছাড়াও নারী ইউপি সদস্য করিমা বেগম, লাকি বেগম, মিলন বিবি, সমাজসেবী আজাদুল হক, মাহমুদুল ইসলাম লালন, মঞ্জুরুল ইসলাম, ফয়াজ মিয়া, এনাম মির্জাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।