দক্ষিণ সুনামগঞ্জে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে বন্যা পরিস্থিতি পরিদর্শন, বন্যার্তদের মাঝে নৌকাযোগে শুকনো খাবার ও শিশু খাদ্য বিতরণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনসহ অন্যান্যরা। এসময় জেলা প্রশাসক বন্যার্তদের খোঁজ-খবর নেন এবং কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।