দক্ষিণ সুনামগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার পাগলা বাজারে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
অভিযানকালে পাগলা বাজারের মিজান ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৫ হাজার টাকা এবং আব্দুল্লাহ স্টোরে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার পাওয়ায় ১ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এছাড়া ও পাগলা বাজারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দোকান, ফার্মেসী, রেস্টুরেন্টসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।