রাত ১১:৪২,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে নবাগত ওসিকে প্রশাসনের অভ্যর্থনা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেনকে ফুল দিয়ে সংবর্দনা দিয়ে বরণ করা হয়েছে।
৩০ জুন (মঙ্গলবার) সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে নবাগত ওসিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা জেবুননাহার শাম্মী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
এসময় নবাগত অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন চৌধুরীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তারা। সেই সাথে অপরাধমুক্ত একটি মডেল থানা উপহার দেওয়ার জন্য নবাগত ওসির প্রতি আহবান জানান তারা।
দক্ষিণ সুনামগঞ্জ থানাকে একটি আদর্শ মডেল থানায় রুপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করে কাজী মুক্তাদির হোসেন বলেন, আমি আমার থানা এলাকায় অপরাধ প্রবণতাকে দমিয়ে রাখতে সর্বোচ্চ প্রচেষ্ঠা চালিয়ে যাবো। মাদক নির্মুল, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে জিরো টলারেন্সে থাকবো।
এসময় দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দক্ষিণ সুনামগঞ্জ থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীর গোলাপগঞ্জ থানায় বদলি হলে গত সোমবার (২৯ জুন) কাজী মুক্তাদির হোসেন দক্ষিণ সুনামগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।