সকাল ৬:০১,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে ‘পাগলা প্রিমিয়ার লীগের’ উদ্বোধন


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:

দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলায় ঝমকালো আয়োজনে পাগলা প্রিমিয়ার লীগ (পিপিএল) এর অষ্টম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন পালপাড়া মাঠে এই ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।
লীগ উদ্বোধন পূর্ববর্তী সভায় পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আজাদ হোসেনের সঞ্চালনায় অতিথির  বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন মিয়া। বক্তব্য শেষে শাহিন মিয়া লীগের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মনসুর উদ্দিন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি বদরুল আলম টিপু, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া।
উদ্বোধনী ম্যাচে আজাদ হোসেনের রয়েল স্ট্রাইকারের মুখোমুখি হয় কিবরিয়া আহমদের রেইনবো ওয়ারিয়র্স। 
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আজাদ সহ-সম্পাদক বদরুল আলম, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ, নাহিদ আহমেদ, আতিকুর রহমান সহ লীগে অংশগ্রহনকারী সকল খেলোয়ারবৃন্দ।