দক্ষিণ সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দিনব্যাপী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৬ নং ওয়ার্ডের যুব সমাজের অর্থায়নে ২শ ৫০ বন্যার্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তারা।
মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন।
উপস্থিত ছিলেন হরিপদ গোস্বামী, দীনেশ সূত্রধর, মিন্টু মিশ্র, ভৈরব সূত্রধর, আবদুন নূর সাদ্দক, গোলাপ মিয়া, অজিত সূত্রধর, ঝান্টু সূত্রধর, সজল দেব, পার্থ রায়, পড়িন্দ্র সূত্রধর, সিন্দু সূত্রধর, মনা সূত্রধর, প্রদীপ সূত্রধর, সজল সূত্রধর, মাহিন্দ্র সূত্রধর, কৃষ্ণ সূত্রধর, রতীন্দ্র সূত্রধর, কাজল সূত্রধর, নিখিল সূত্রধর, নিপেন্দ্র সূত্রধর, অনন্ত সূত্রধর, আওয়াল মিয়া, শফিক আলী, হাসন মিয়া, জাকির হোসেন, শাহীন মিয়া, শিপন সূত্রধর, স্বপন সূত্রধর, সুন্দর আলী ও সাহেব আলী প্রমুখ।