রাত ৯:০৯,   বুধবার,   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রজব, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :

৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে ১ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজ্ঞান মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, সদস্য জামিউল ইসলাম তুরান, একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী প্রমুখ।