বিকাল ৫:৫৯,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে বিপুল পরিমান মদসহ আটক ১


নোহান আরেফিন নেওয়াজ :
দক্ষিণ সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১শ ৫ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
আটককৃত সুভাষ রবি দাস(২৮) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরা টিলা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের জয়রাম রবিদাসের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায় , দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন এর দিক নির্দেশনায় থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার, এএসআই প্রনয় নাল, এএসআই উত্তম কুমার কৈরী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১০ টায় উপজেলার জামলাবাজ এলাকায় অভিযান চালিয়ে ১১শ’ ৫ লিটার ছোলাই মদ আটক করে যার আনুমানিক মুল্য প্রায় ৩ লাখ ৩১ হাজার ৫ শত টাকা। এসময় সুভাষ রবিদাসকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য চারজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন ‘আমার থানায় জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে’।