দরিদ্র মানুষদের খাবার সামগ্রী দিলো সুনামগঞ্জ পৌর ছাত্রলীগ
![](http://box2300.temp.domains/~newssuna/wp-content/uploads/2020/03/received_209640816984402-1024x571.jpeg)
স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের প্রভাবে অসহায় দরিদ্র ঘরবন্দী মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেছে সুনামগঞ্জ পৌর ছাত্রলীগ।
রোববার বিকেলে পৌর এলাকার বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র ৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফ উল আলম, সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষর রায়, সহ-সভাপতি দেবব্রত দাস, ছাত্রলীগ নেতা টিপু তালুকদার প্রমুখ।
এ ব্যপারে সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষর রায় বলেন, করোনা ভাইরাসের কারণে কষ্টে জীবনযাপন করছে অসহায় দরিদ্র ও দিনমজুর মানুষরা। কোন কাজ না থাকায় তাদের খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছে না। আমাদের পৌর ছাত্রলীগের উদ্যোগে আমরা চেষ্টা করেছি কয়েকজন মানুষের ঘরে খাবার দেওয়ার। তারা যেনো করোনার ছুটির সময়ে ভাত ডাল খেতে পারেন সেজন্য আমাদের এ খাদ্য সামগ্রী প্রদান।