রাত ১০:৩৮,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে অতিরিক্ত দামে স্যানিটাইজার বিক্রি : ২০ হাজার টাকা জরিমানা

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে স্যানিটাইজারের কোম্পানি নির্ধারিত বিক্রয় মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রয়ের দায়ে ‘দিরাই ফার্মা’ নামক একটি ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ দিরাই বাজারের থানা রোডের ওই ওষুধের দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। অভিযানকালে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল’র নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ জানান, দিরাই ফার্মায় অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা হচ্ছিল, এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দোকানটিতে কোম্পানি নির্ধারিত বিক্রয় মূল্য মুছে ফেলা স্যানিটাইজার পাওয়া যায় বিধায় ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।