দিরাইয়ে কৃষকদের মধ্যে সার বিতরণ
দিরাই প্রতিনিধি:
দিরাইয়ে দরিদ্র কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপরে দিরাই গণমিলনায়তনে ফেসবুকভিত্তিক সমাজসেবী সংগঠন ‘দিরাই থানা পাবলিক গ্রুপের অর্থায়নে উপজেলার দেড় শতাধিক কৃষকদের জনপ্রতি ২৫ কেজি করে সার প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
গ্রুপের অর্থ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ সরদারের সভাপতিত্বে ও তথ্য প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ ফারুক সরদার, মাওলানা সুফিয়ার আহমদ, গ্রুপের সদস্য লিমন আহমেদ, সায়েম আহমেদ, ইজাজুর রহমান ফাহিম, আমজাদ সরদার, আকবর হোসাইন রিক্সন প্রমুখ।