সকাল ৭:৩১,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছে এবং এতে আহত হয়েছে আরও ১০জন।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নূর আলম(৫০) উপজেলার ভাটিপাড়া কামালপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র। তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় যায়, ভাটিপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামের দিল হক ও নুরুজ্জামানের গ্রুপের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার দুই পক্ষ থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যাপি সংঘর্ষে দিল হক গ্রুপের দেশীয় অস্ত্রের আঘাতে নুরুজ্জামান গ্রুপের নূর আলম ঘটনাস্থলে নিহত হয়। সংঘর্ষে দুই পক্ষের আহত হয় আরও ১০জন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশারফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। থানায় কেউ এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি।