রাত ৮:৪৪,   রবিবার,   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে দুর্গা পুজায় ৩ দিন ছুটি ঘোষণার দাবীতে মানববন্ধন।


দিরাই প্রতিনিধি :
সারাদেশের ন্যায় দিরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পুজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষনা ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় পৌরসভাস্থ জগন্নাথ জিউর আখড়া পয়েন্টে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ দিরাই শাখা মানববন্ধনটির আয়োজনে করে।
মানববন্ধনে রাজিব দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুয়েল রায়,টিটু নন্দী,আকাশ বিশ্বাস,আকাশ তালুকদার,পংকজ শীল, আকাশ পুর্কায়স্থ, প্রয়ল তালুকদার,নিউটন দাস,প্রমুখ।