দিরাইয়ে নৌকা ডুবে দুইজনের মৃত্যু
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে দিরাই উপজেলা থেকে উজানধল গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে মৃত একজনের বয়স আনুমানিক ৫৫ বছর আরেকজনের বয়স ১২ বছর। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য।
স্থানীয় সূত্র জানায়, কালনি নদীতে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ১৬ জন যাত্রী ছিলেন। অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও দুইজন ডুবে যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নৌকার অন্য যাত্রীরাও মৃত দুইজনের পরিচয় জানাতে পারেননি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছেন কি-না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।