রাত ৯:০০,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে পাঠ্যবই ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ

দিরাই প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দিরাই সাব-রেজিস্টারের কার্যালয়ে মিলাদ মাহফিল, পাঠ্যবই বিতরণ ও এতিম শিশুদের একবেলা খাবারের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দিরাই উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুল বাতেন ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করেন।
বুধবার বিকেলে উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয় প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে উপজেলার রাজানগর ইউনিয়নের হরনগর গুচ্ছগ্রাম মাদ্রাসার সুপার মাওলানা আমিরুল ইসলামের নিকট মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীর জন্য পাঠ্যবই ও উপজেলা সদর এতিমখানার শিশুদের মধ্যে খাবার তুলে দেওয়া হয়।
এ সময় সাব-রেজিস্টার আব্দুল বাতেন, অফিস সহকারী স্বপন দাস, রিয়াদ ও দলিল লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।