রাত ৯:৩৬,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌর এলাকার ঘাগটিয়া গ্রামে বন্যার পানিতে ডুবে সানিয়া বেগম (১২) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ঘাগটিয়া গ্রামের সামছু মিয়ার মেয়ে। রোববার (১২ জুলাই) দুপুরের দিকে মারা যায়।
সানিয়া পৌর এলাকার শুকুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
জানা যায়, সকালে তার পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে অনেক খোঁজা করে। চারিদিকে ও আশেপাশে কারো ঘরে না পেয়ে সন্দেহ করে বাড়ির পেছনে গিয়ে দেখতে পায় সানিয়া পানিতে ভাসছে। পরে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।