সকাল ১১:০০,   মঙ্গলবার,   ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে বানভাসি মানুষের পাশে এমপি জয়া সেনগুপ্তা

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ ড. জয়া সেনগুপ্তা।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সরমঙ্গল ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় নৌকাযোগে বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ত্রাণ বিতরণের সময় ড. জয়া সেনগুপ্তা বলেন, আপনারা মনোবল হারাবেন না, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠবো। জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ওসি আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, যুবলীগ নেতা লালন মিয়া, সরোয়ার আহমদ, জুয়েল মিয়া, কামনাশীষ রায় প্রমুখ।