রাত ৯:৫৫,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি:

‘কৃষি জমির বিজ্ঞান সম্মত ব্যবহার’ এই প্রতিপাদ্য নিয়ে দিরাই উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ মেলার স্টল পরিদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি দেখেন।

বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় প্রমুখ।