দিরাইয়ে ভিক্ষুকদের মধ্যে ভেড়া বিতরণ
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে ভিক্ষুকদের হাতে ভেড়া তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, ইউপি চেয়ারম্যান রেজুয়ান খাঁন, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।