দিরাইয়ে মসজিদ সংস্কারের জন্য ৩ লক্ষ টাকা প্রদান

দিরাই প্রতিনিধি :
দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম্য সামাজিক সংগঠন পুকিডর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র পক্ষ থেকে মাটিয়াপুর নোয়াগাও জামে মসজিদের সংস্কার কাজের জন্য নগদ ৩ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
রোববার সংগঠনের উপদেষ্টামণ্ডলির সদস্যরা তিনলক্ষ টাকার চেক মসজিদের মুতাওয়াল্লী লালফর মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী ইয়াহিয়া আহমেদ’র কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ময়না মিয়া, আফতর খান, রফিক মিয়া, হিরন মিয়া, দরাসত খান, কামাল খান, সদস্য সুহাগ খান, ইউনুস খান ইমন, সাবাজ খান, আল আমিন খান প্রমুখ।