দিরাইয়ে মাস্ক না পড়ায় ৮ জনকে জরিমানা
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে মাস্ক না পড়ার কারণে ৮ জনকে (সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে পৌর সদরের দিরাই বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ওসি আশরাফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনী সাথে ছিলেন।
ইউএনও মো. সফি উল্লাহ জানান, দিরাই উপজেলা শহরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে মাস্ক না পড়ার কারণে ১০ হাজার ৪০০ টাকা ও খাবার খোলা রাখার দায়ে একটি রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা মোট ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় মধ্যবাজারের পি টি রায় এন্ড কোং নামক একটি ওষুধের দোকানের মালিক কর্মচারী কারো মাস্ক না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।