রাত ১০:৫৭,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে মুজিবকোট বিতরণ

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে মুজিবকোট ও পরিবারের নারী সদস্যদের শাল (চাদর) বিতরণ করা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসকের উদ্যোগে সোমবার সকালে দিরাই উপজেলা পরিষদ গণমিলনায়তনে মুক্তিযোদ্ধাদের হাতে তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল করিম, পৌর কমান্ডার কানাইলাল রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মোঃ সফি উল্লাহ জানান, মুজিববর্ষ উপলক্ষে জেলার সকল মুক্তিযোদ্ধাদের মুজিবকোট ও তাদের পরিবারের নারী সদস্যদের শাল প্রদানের উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এরই ধারাবাহিকতায় আজ দিরাইয়ে বিতরণ করা হল।