দিরাইয়ে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন
দিরাই প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’ স্লোগানে সুনামগঞ্জের দিরাইয়ে নিয়োগ সংশোধন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দিরাই শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার সকল স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, মাননীয় সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুত ও ঘোষিত আমাদের ন্যায্য দাবির বাস্তবায়ন করা হোক। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।