দিরাই থানা পুলিশের অভিযানে ১৪ ট্রলি গাড়ি আটক
নিউজ ডেস্ক :
দিরাই পৌর শহরে যত্রতত্র শ্যালো মেশিনের ট্র্যাক্টর দিয়ে বিশেষ কায়দায় তৈরি ট্রলি গাড়ি দীর্ঘদিন ধরে অবাধ যাতায়াতে শিক্ষার্থী ও পথচারীরা অতিষ্ঠ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ টি অবৈধ ট্রলি গাড়ি আটক করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলের নির্দেশনায় বুধবার ও বৃহস্পতিবার এটিএসআই সঞ্জিত ভৌমিক ও হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে মালামাল পরিবহনরত অবস্থায় এসব ট্রলি আটক করেন।
থানার ওসি কে এম নজরুল বলেন, এই ট্রলি গাড়িগুলো সড়ক ও পথচারীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যানজট শব্দ দূষণসহ প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে। শহরে জনসাধারণের সুবিধার্থে ও সড়কে শৃঙ্খলা রক্ষায় এসব ট্রলি গাড়ির চলাচল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।