দিরাই পৌরসভায় নৌকার মাঝি বিশ্বজিত
দিরাই প্রতিনিধি:
দিরাইয়ে ২৮ ডিসেম্বর আসন্ন পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডে নৌকা প্রতীক পেয়েছেন দিরাই কলেজের সাবেক ভিপি মেয়র বিশ্বজিত রায়। তিনি দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের ছোট ভাই।
গত বুধবার দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে মনোনয়ন প্রত্যাশী ৩ জনের নাম প্রস্তাব আকারে জেলায় প্রেরণ করা হয়েছিল। এরা ৩ জন হলেন, বর্তমান মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আসাদ উল্লা ও ৩ বারের নির্বাচিত কাউন্সিলর সাবেক ভিপি বিশ্বজিত রায়।
পরে জেলা আওয়ামী লীগের সুপারিশ ক্রমে প্রস্তাবিত তালিকা কেন্দ্রে পাঠানো হয়। শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে নৌকার প্রার্থী হিসেবে বিশ্বজিত রায়কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন।