রাত ১০:১৪,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাই প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুবার্ষিকী পালন

দিরাই প্রতিনিধি :
দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিরাই থানা জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দিরাই প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে স্থানীয় সাংবাদিক সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে টিপু সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। সাথে স্থানীয় এতিম খানায় খাবারের ব্যবস্থা করেন টিপু সুলতানের পরিবার।
উল্লেখ্য, ২০১৬ সালে ১৮ অক্টোবর হঠাৎই অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে যান খ্যাতিমান সাংবাদিক টিপু সুলতান । কর্মজীবনে জাতীয় দৈনিক সমকাল ও যুগান্তরে সততার সাথে কাজ করা টিপু এলাকায় একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন ।