দিল্লিতে সাম্প্রদায়িক হামলা, ধর্মপাশায় মিছিল ও প্রতিবাদ
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
দিল্লীর মসজিদে আগুন, মাদ্রাসায় হামলা ও মুসলমানদের হত্যার প্রতিবাদে সোমবার সকালে বাদশাগঞ্জ অঞ্চলের সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সৈয়দ আরমান উল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা ওমর ফারুক, মাওলানা শহিদুল্লাহ, হাফেজ আবুল বাশার প্রমুখ।