সকাল ১০:৪৬,   মঙ্গলবার,   ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রজব, ১৪৪৬ হিজরি

দুইশত পরিবারে যুগান্তর স্বজন সমাবেশের খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক :
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত খেঁটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যুগান্তর স্বজন সমাবেশ।
সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত জনপদের খেঁটে খাওয়া দুই শতাধিক পরিবারের নারী পুরুষ সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো.রফিকুল ইসলামের ব্যাক্তিগত অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রোববার বিকেলে উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ট্যাকেরঘাট, লাকমা পূর্বপাড়া, লাকমা পশ্চিমপাড়া, লাকমা নতুনপাড়া, লালঘাট, বড়ছড়া, পুটিয়া, দুধের আউটা, বিন্নাকুলি, হলহলিয়া গ্রামের দুই শতাধিক খেঁটে খাওয়া পরিবারের নারী পুরুষ সদস্যদের মধ্যে চাল, ডাল, মিষ্টি আলু, পেয়াজ, লবন, তৈল, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও সুনামগঞ্জ প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, তাহিরপুর থানার এসআই শংকর চন্দ্র দেব, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মো. আবু মুসা, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক স্বপন কুমার দাস, আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া, ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি বাবুল আহমেদ তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রাসেল আহমদ রতন, স্বজন শিহাব সরোয়ার শিপুসহ স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)