বিকাল ৩:৪২,   বুধবার,   ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

দুই শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে মতিউর রহমানের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের পক্ষ থেকে টানা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর উত্তরপাড়ে বন্যাকবলিত দুই শতাধিক মানুষের মাঝে এসকল ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ , প্রচার এ প্রকাশনা সম্পাদক গোলাম সাবেরীন সাবু, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমেদ , জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি নুর মোহাম্মদ স্বজন, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া সুজন, তথ্য ও গবেষণা সম্পাদক শাহিনূর ইসলাম সম্রাট প্রমুখ।