রাত ১১:১৫,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দেশের মানুষকে কচুরিপানা খেতে বলিনি: পরিকল্পনামন্ত্রীর ব্যাখ্যা

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
সোমবার হাস্যরস করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের করা মন্তব্যের নানা ধরনের ব্যাখ্যা হচ্ছে। এ প্রেক্ষিতে কচুরিপানা ও কাঁঠাল বিষয়ে করা মন্তব্যে ব্যাখ্যা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, যেকোনো বিষয় নিয়েই গবেষণা করা যায়, তবে দেশের মানুষকে কচুরিপানা খেতে বলিনি।
মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এসময় মন্ত্রী বলেন, থাইরা (থাইল্যান্ডের লোকেরা) করছে না, পেয়ারা থেকে বিচি উঠিয়ে দিয়েছে। আমরা খাচ্ছি না আরামছে? আমাদের এখানে তা সম্ভব না? সেই প্রেক্ষিতে আমি বলছিলাম গবেষণা আরও বেশি করে করেন। কাঁঠাল নিয়ে গবেষণা করেন।
মন্ত্রী আরও বলেন, কচুরিপানার ফুলতো আমি নিজে খেয়েছি। বেসনে ডুবিয়ে মা ভাজতো। এগুলো খুব মিস করি।
এর আগে, গতকাল সোমবার দুপুরে এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাস্যরস করে তিনি বলেন, কচুরিপানাকে খাওয়ার উপযোগী করা যায় কিনা, দেখেন। গরু তো খায়, গরু খেতে পারলে আমরা কেন পারবো না। গবেষণা করে তাদের জন্য হলেও পুষ্টি বাড়ানো যায় কি না, তা দেখা যাক।