সকাল ৬:৪৯,   শুক্রবার,   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

দেশের ৮৫ ভাগ লোক প্রধানমন্ত্রীকে সমর্থন করে : পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী একটাই কথা সকল কাজের কেন্দ্রে সাধারণ মানুষ থাকবে। উচ্চ পর্যায়ের মানুষদের আমরা সম্মান করি, কিন্তু কাজ করি দরিদ্র মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। যখন কোন প্রকল্প নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাই, তিনি জানতে চান এই প্রকল্পে সাধারণ মানুষের কোন কল্যাণ হবে কিনা। এ প্রকল্প বাস্তবায়ন হলে কারা লাভবান হবে জানতে চান। নারী, বয়স্ক মানুষ ও শিশুদের লাভ হবে কিনা জানতে চান।
মন্ত্রী আলো বলেন, যারা খেটে খায় পরিশ্রম করে কৃষক মজুর জেলে তাদের লাভ হবে কিনা জানতে চান প্রধানমন্ত্রী। তাদের লাভ হলে প্রকল্পের অনুমোদন করবো। এটা হলো শেখ হাসিনার বার্তা। দেশের ৮৫ ভাগ লোক(শেখ হাসিনা) তাকে সমর্থন করেন। এটা বিদেশীরা জরিপ করে দেখেছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।