দোয়ারায় কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ : যুবক খুন
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের দোয়ারাবাজারের কথা৮কাটাকাটির জের ধরে দু পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে জাকির হোসেন (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। এসময় সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। নিহত জাকির হোসেন উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের রূপাই মিয়ার পুত্র। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গয়াস মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের আব্দুর রহিমের পুত্র।
স্থানীয় সুত্র জানাযায়, বৃহস্পতিবার সকাল ১১টায় বাজিতপুর গ্রামের নিহত জাকির হোসেন ও আব্দুর রহিমের পুত্র কয়েছ মিয়ার সাথে কথাকাটাকাটির জের ধরে কয়েছ মিয়ার ছুরিকাঘাতে জাকির হোসেন ঘটনাস্থলে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় অতিরিক্ত রক্তক্ষরনের ফলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক কয়েছের ভাই গয়াস মিয়াকে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।