বিকাল ৫:০৭,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দোয়ারায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক :
দোয়ারাবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে অসহায় ৬ টি পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী মো. ইব্রাহিম আলী, গণমাধ্যমকর্মীসহ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ছিলেন একজন মহীয়সী নারী। তিনি দেশের জন্য বঙ্গবন্ধুর পাশে থেকে যেসকল অবদান রেখে গেছেন তা অতুলনীয়। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির পিতাই নন, বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরই সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। আমরা কোনদিন তার এই অসামান্য অবদানের কথা ভুলব না।