সন্ধ্যা ৭:৪১,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধে পুলিশের অভিযান

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
করোনা ভাইরাস মোকাবিলায় অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও লোক সমাগম এড়িয়ে চলছে অভিযান চালিয়েছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
বুধবার দুপুর ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার অতিরিক্ত ওসি (তদন্ত) ইকবার বাহারের নেতৃত্বে উপজেলার পাগলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারে নিত্যপ্রয়োজনীয় দোকানপাঠ ছাড়া অন্যান্য দোকানপাঠ বন্ধের নির্দেশ দেন তিনি। এছাড়া বাজারে আসা মানুষদের অপ্রয়োজনীয় লোক সমাগম এড়িয়ে চলার নির্দেশ দেন তিনি।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, করোনা প্রতিরোধে আমরা মাঠে অভিযান চালাচ্ছি।আজকে প্রাথমিকভাবে বাজারে অপ্রয়োজনীয় দোকানপাঠ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন, এসআই আলাউদ্দিন, এএসআই মাহবুবুল আলম,নৃপেশ চন্দ্র দেব, সাংবাদিক জামিউল ইসলাম তুরান, সাংবাদিক নেওয়াজ, বজলুর রহমান প্রমুখ।