সকাল ৮:৪৭,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে আরও ৩ জনের করোনা শনাক্ত

নোহান আরেফিন নেওয়াজ, দক্ষিণ সুনামগঞ্জ :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এক কিশোরী সহ আরও তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
আক্রান্তরা হলেন, উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের কিশোরী (১৭) , পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামের বাসিন্দা (৩৫) এবং জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা (২৮)।
উপজেলা স্বাস্থ্যবিভাগ সুত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হলে বোধবার (২৪ জুন ) রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, নতুন আক্রান্তরা তাদের নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। পরবর্তীতে অবস্থা বুঝে তাদেরকে হাসপাতাল আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগী সনাক্তের সংখ্যা ৬৭ জন। তারমধ্যে সুস্থ্য হয়েছেন ১৬ জন এবং মৃত্যুরবন করেছেন ১ জন।