সন্ধ্যা ৬:৫৬,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে আল ইহসান সমাজ কল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জে মহামারী করোনাভাইরাসের কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়া দিনমজুর ৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিকালে আল-ইহসান সমাজ কল্যাণ পরিষদ ও প্রবাসীদের যৌথ অর্থায়নে আল-ইহসান পরিষদের সদস্যদের সার্বিক সহযোগিতায় শিমুলবাক ইউনিয়নের ৭০টি পরিবারের এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মাঝে ছিলো ভোজ্যতেল, চিনি, ডাল, লবণ, ময়দা, পিয়াজ, আলু ও লাচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শিমুলবাক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাই, পরিষদের উপদেষ্টা ক্বারী আব্দুল মান্নান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. নুর আলম, সহ-সভাপতি মাহবুব ইসলাম, ডা. গিয়াস উদ্দিন, দিলোয়ার হোসেন, নির্বাহী সদস্য এখলাছুর রহমান, হাবিবুর রহমান,মুফতি আসরাফ আলী, সাহেব আলী,নোমান আহমদ, জুনায়েদ আহমেদ,রুহুল আলম,সাজ্জাতুল ইসলাম রাসু, সাধারণ সম্পাদক সাবেরিন আহমেদ জয়নুল, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসাইন, অর্থ সম্পাদক ক্বারী মুজাহিদুল ইসলাম, তহুর আলম,প্রচার সম্পাদক জুনায়েদ ইসলাম জুনেদ, হাবিবুর রহমান, সুলতানুল আরেফিন ইমন,সুজন মিয়া,আজমল হোসাইন,সিয়াম, তারেক মিয়া প্রমুখ।