দ. সুনামগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী
দ.সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় নির্মাণাধীন সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের নব নির্মিত বিভিন্ন ভবনের কাজ পরিদর্শন করেন।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ভবন, ঝিলমিল অডিটোরিয়াম এবং উপজেলা খাদ্য গোদামের কাজ পদিরর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের প্রকৌশলী আল আমিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল বাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, জেলা কৃষক লীগ সদস্য মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমুখ।