সন্ধ্যা ৬:১৬,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌছেঁ দিচ্ছেন ভাইস চেয়ারম্যান

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
করোনা ভাইরাস পরিস্থিতিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কর্মহীন, অসহায় এবং দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।
মঙ্গলবার (৩১মার্চ) সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেনের ব্যক্তিগত পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল ইত্যাদি খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।
এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান নুর হোসেন জানান, করোনা ভাইরাসের কারণে উপজেলার নিম্নপেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের মুখে আহার তুলে দিতেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আর ও বলেন, গতকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে প্রকৃত অসহায় পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে বাদ পড়া অন্য এলাকায় ও ত্রানসামগ্রী বিতরণ করবো।