রাত ১২:৪৩,   শুক্রবার,   ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দ. সুনামগঞ্জে চন্দ্রপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

দ.সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জে চন্দপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৫ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে চন্দ্রপুর ক্রিকেট ক্লাবের আয়োজনে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর মাঠে এ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।
লীগ আয়োজন কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধন পূর্ববর্তী সভায় বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মনসুর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া, পশ্চিম পাগলা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,দক্ষিণ সুনামগঞ্জ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশীদ, ইমরান হোসেন, প্রমুখ।
এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।