দুপুর ১২:৫৩,   বুধবার,   ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দ. সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন, চাচা আটক

দ.সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। নিহত মো. চান মিয়া (৪৭) উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় চাচা মো. শফিক মিয়াকে আটক করেছে পুলিশ। আটককৃত শফিক মিয়া একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, বুধবার(২৯ জানুয়ারি) দুপুরে মুরাদপুর গ্রামের হাওরের জমিতে খিরা ক্ষেতে কাজ করার সময় ক্ষিরা পাড়া নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা মো. শফিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভাতিজা মো. চানঁ মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং চাচা মো. শফিক মিয়াকে আটক করে নিয়ে আসে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।