সকাল ৭:০৭,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে ছাত্রদল নেতা ইমরানের খাদ্য সামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪) মে দুপুর ১ টায় ছাত্রদল নেতা ইমরান হোসেনের পারিবারিক উদ্যোগে পশ্চিম পাগলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামপুর ও কাদিপুর গ্রামের ১০০ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী হিসাবে তেল, চিনি, ময়দা ও লাচ্ছি বিতরন করা হয়।
এসময় ছাত্রদল নেতা ইমরান হোসেন বলেন, করোনা ভাইরাসের কারনে দুস্থ গরীব সাধারণ খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়েছেন। তাই ঈদের আনন্দটুকু ভাগ করতে নিজের সাধ্যমত চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ব্যক্তিদের এদের পাশে দাড়ানো উচিত।
খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন পাগলা বাজার উওর জামে মসজিদের ইমাম বুরহান উদ্দিন,
আবদুল আলী, আব্দুল কাহার, খালেদ আলী, মুনসুর আলী, ইরফান আলী, আল আমিন প্রমুখ।