দ. সুনামগঞ্জে ডা. হুমায়ুন কবির’কে নিয়ে করোনা গুজব
দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ‘পশ্চিম পাগলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স’র উপ সহকারী মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির করোনা আক্রান্ত বলে এলাকায় গুজব ছড়ানো হয়েছে। মানবিক ডাক্তার খ্যাত ডা. হুমায়ুনকে নিয়ে এমন গুজব ছড়ানোয় বিষণ্ণতা প্রকাশ করেছেন তিনি।
ডা. হুমায়ুন কবির করোনা চলাকালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। সেবা দিচ্ছেন মুঠোফোনে ও। করোনা কালীন সময়ে সেবা প্রদান করায় ইতিমধ্যে এলাকাবাসীর কাছে প্রশংসিত তিনি।
সোমবার (০৬ মে) চিকিৎসা সেবা দিয়েছেন বলে জানা যায়। এদিকে ডা. হুমায়ুন করোনা আক্রান্তের গুজবে অনেকেই আতংকিত হয়ে পড়েন।
এই বিষয়ে ডা. হুমায়ুন মুঠোফোনে জানান, আমি সম্পূর্ণ সুস্থ এবং ডিউটি ও করছি। আমার সম্পর্কে করোনা আক্রান্ত হওয়ার খবরটি গুজব। অনেকেই ফোন করে গুজবের বিষয়ে অবগত করেছেন। এসময় করোনার গুজব ছড়ানোয় বিষণ্ণতা ও প্রকাশ করেন তিনি।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি বলেন, ডা. হুমায়ুন কবির করোনা আক্রান্ত নন। এই খবরটি সম্পূর্ণ গুজব। এই বিষয়ে কেউ গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।