দ. সুনামগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালিত
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন,দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচী পালিত হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম,সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাঁক ইউপি চেয়ার্যান মিজানুর রহমান জিতু,পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী শামীম হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার দাশ, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদ, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম চন্দ্র, ইউআরসি ইন্সট্রাক্টার আব্দুল মান্নান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সদস্য মোঃ জামিউল ইসলাম তুরান প্রমুখ।