রাত ৪:৩৭,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দ. সুনামগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে খাবার দিলেন ইউএনও

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রাণঘাতি করোনা ভাইরাসে গৃহবন্ধী হওয়া বেকার ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ১০০ পরিবারকে খাবার বিতরণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী।
শুক্রবার(৩ এপ্রিল) বিকালে দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত উদ্যোগে এক বেলার খাবার বিতরণ করেন তিনি। এসময় রিকশা চালক, শ্রমিক, দুঃস্থ পরিবার সরকারী বরাদ্দের ত্রানসামগ্রী পাচ্ছে কি না তার খোঁজ খবরও নেন তিনি।
এ ব্যাপারে ইউএনও জেবুন্নাহার শাম্মী বলেন, জাতির এ দুর্যোগকালীন সময়ে সবাইকে সচেতন থাকা উচিৎ। নিজের ও পরিবারের সবার নিরাপত্তার স্বার্থে সবার বাড়িতে থাকা প্রয়োজন। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া উচিৎ। তাছাড়া অসহায় মানুষদের সহায়তার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবানও জানান তিনি।