সকাল ৭:২২,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে মাস্ক না পড়ায় ১৩ জনকে অর্থদণ্ড

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ও মহামারী করোনা ভাইরাসের প্রকোপ পুনরায় বৃদ্ধি পাচ্ছে। ফলে করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে স্বাস্থ্য সচেতন করতে এবং মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে মাঠে নামছে প্রশাসন।
তারই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধে এবার মাঠে নেমেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন।
আজ (১৮ নভেম্বর) দিনব্যাপী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জনসাধারণকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান না করায় উপজেলা চত্বরে ২ জনকে কড়া হুশিয়ারি দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী।
অন্যদিকে উপজেলার পাগলা বাজারে মাস্ক পরিধান না করায় এবং মুদির দোকানে সঠিক মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন ও সংক্রমণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও ১৩ জনকে ৩ হাজার ৭’শ অর্থদণ্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়।
এ সময় তিনি বলেন, শীতের আগমনে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ফলে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করে ১৩ জনকে অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত।থাকবে বলে ও জানান তিনি।
এসময় গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান ও দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই বাবুল হাওলাদার সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।