বিকাল ৪:৫০,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর খাদ্যসামগ্রী বিতরণ

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘরবন্দী থাকা অসহায় ও মধ্যবিত্ত ৩’শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের ৩ শত পরিরাবের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন পুর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান বীরগাওঁ ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের দাতা ইমাদুল হকের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী জয়দুল হক।
তাৎক্ষনিকভাবে মানবিক সহায়তা হিসাবে প্রায় তিনশত পরিবারের মধ্যে আলু, পেয়াজ, তেল, চানা, ডাল ও লবণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামিনুল হক, ব্যবসায়ী করিমুল হকসহ বীরগাঁও গ্রামের গন্যমান্য ব্যাক্তিগণ।