রাত ৯:৩১,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন প্রবাসী

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রাণঘাতি করোনা ভাইরাসে গৃহবন্ধী হওয়া বেকার ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শাহিদ।
শনিবার (১১ এপ্রিল) সকালে হোসেন সায়েমের পরিকল্পনায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শাহিদের পারিবারিক অর্থায়নে উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের ২৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,আলু, লবন ও ভোজ্য তেল। এছাড়া ও প্রতি পরিবারের জন্য ৩ টি করে মাস্কও বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে আব্দুস শাহিদ বলেন, বাংলাদেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করছে। এমন অবস্থায় ঘরবন্ধী থাকায় অনেকেই অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছেন। সমাজের এসব নিম্নবিত্ত অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য।
এ সময় উপস্থিত ছিলেন, পলাশ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সুবহান, কদর আলী, সাবেক ইউপি সদস্য আরমুছ আলী, হোসাইন সুয়েব, মাসুম আহমদ, চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল আলম প্রমুখ।